লিখেছেন মুসা আহমেদ জায়গীরদার at 11:28 AM on 18 November 2024
আমি রক্ষণশীল মুসলিম হিসেবে নিজেকে বিবেচনা করে এসেছি সারাজীবন। বিভিন্ন অসংগতি, অসামঞ্জস্যতা আমি আমার জ্ঞান বা প্রজ্ঞার অভাব হিসেবে দেখেছি। কিন্তু প্রশ্নহীনভাবে মেনে চলেছি ইসলামকে।
এই প্রশ্নহীন আনুগত্য, শংকাহীন বিশ্বাস – সাম্প্রতিক সময়ে বেশ খানিকটা ঝাঁকুনি খেয়েছে বললে অত্যুক্তি হয়না। আমি উদারনৈতিক ইসলাম-এর অংশ ছিলাম বলে জানতাম। কিন্তু এখন মনে হচ্ছে উদারনৈতিক ইসলাম বলে কী আসলেই কিছু আছে? গত ছয় মাসে যা দেখলাম তাতে মনে হচ্ছেনা উদারনৈতিক ইসলাম বলে আসলে কিছু সম্ভব। সেটা লেবানন বা ঢাকা যেখানেই হোকনা কেন।
দীর্ঘদিন বিদেশ থাকার কারণে অনেক কিছুর ব্যাপারে মূল্যবোধ পালটে গেছে সঙ্গতকারণেই। যেকারণে উগ্র ইসলামী সংগঠনগুলোর বাংলাদেশে ঐতিহ্য এবং সংস্কৃতি-বিরোধী কর্মকাণ্ডে আতঙ্কিত হতে হয়েছে। এই যদি হয় ইসলাম, সে ইসলামকে বর্জন করাই বাঞ্চনীয়। এই ইসলামকে আমি চিনিনা। চাইওনা। আমি সে ইসলামকে চেয়েছিলাম যে ইসলাম সমাজের সকলকে বরণ করতে পারবে – সমকামী, নাস্তিক, হিন্দু – সকলকে।
সেটা যদি বাংলাদেশে সম্ভব না হয়। বাংলাদেশে ইসলাম আসলে আছে কিনা সে ব্যাপারে আমি সন্দিহান। বা হয়তো আমার ভেতর আর বাংলাদেশের ইসলাম নেই। বা মধ্যপ্রাচ্যের। সেই যদি হয়, আমার আপত্তি নেই। আমি আহবান জানাই বাকি মুসলমানদেরও একই পন্থা অবলম্বন করবার জন্যে।