লিখেছেন আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ / Written By Abdullah Al Mahmud Farid at 10:58 AM on 26 January 2025
আসলে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশে ইসলামী মৌলবাদ বা উগ্র ইসলামী জঙ্গীবাদ বেশ খারাপের দিকে মোঁড় নিয়েছে। আমার মতো যারা নির্ভার বোধ করেছে আওয়ামী ফ্যাসিজম এর পতনে, তারাও এখন বেশ উদ্বিগ্ন সংখ্যালঘু হতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও মুক্তিযুদ্ধের ওপর হামলা ও আক্রমণে।
আমি আসলে অনেক বেশি চিন্তিত বিনিয়োগ ও অর্থনৈতিক অবস্থা নিয়ে। হিযবুত তাহরির, হরকাতুল জিহাদ, শিবিরের মতো দলগুলো যদি উগ্র মৌলবাদ প্রচার ও প্রসার করতে পারে, তাহলে বাংলাদেশ অপাংক্তেয় হয়ে যাবে বহির্বিশ্বের কাছে। বিনিয়োগ ও বাণিজ্যে ব্যাপক ঘাটতি দেখা দেবে নিশ্চিতভাবে। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থেই ইসলামী উগ্রতাকে দমন করতে হবে। এবং যতক্ষণ না বাংলাদেশ সমকামী, অবিশ্বাসী, হিজরা এদের ব্যাপারে আধুনিকায়ন না হলে পাশ্চাত্যের দেশগুলো মুখ ফিরিয়ে নেবে। বাংলাদেশের মধ্যপ্রাচ্যীয় তেল বা খনিজ সম্পদ নেয় যে বাংলাদেশ চাইলেই বহির্বিশ্বকে অগ্রাহ্য করতে পারবে।
ইউনুস এর সরকার ইসলা্মি উগ্রবাদকে গ্রহণ করেছে বলেই মনে হচ্ছে। ধর্মের ভূমিকা রাষ্ট্র থেকে কমিয়ে আনার ক্ষেত্রে ইউনুস সরকারকে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে মৌলবাদী ছাত্রনেতাদের বাদ দিয়ে হলেও।