লিখেছেন মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার / Written By Mohammad Shahidul Islam Jaigirdar at 11:40 PM on 19/01/2025
আমি কখনো ভাবিনি আমি এমন কোনো সাইটে লিখা জমা দেব। কিন্তু গত ৫ মাসের ঘটনায় আমার ইসলামিক মূল্যবোধে আঘাত এসেছে বারবার। বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি যেভাবে শিবির, হিযবুত তাহরীর, হরকাতুল জিহাদ এর মতো দলগুল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি হতবাক হয়ে গেছি। ইসলামের নামে, ইসলামী শাসন কায়েমের নামে সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এটা লজ্জাজনক। আমিও সমকামীদের ঘৃণা করতাম, নাস্তিকদের অবৈধ ভাবতাম। কিন্তু এখন বুঝি ধর্মান্ধতা, ধর্মীয় উন্মাদনা ধ্বংস ছাঁড়া কিছু ডেকে আনেনা। আওয়ামী লীগ এর পতনে আমি উল্লসিত ছিলাম, কিন্তু ইসলামের নামে দুঃশাসন, ঘৃণা মেনে নেয়া যায়না। নাস্তিক, সমকামী, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে যেকোনো মূল্যে। এইসব জঙ্গীবাদীদের কোনো স্থান নেই বাংলাদেশে।