National Opinion Politics Politics News ইসলাম ধর্ম যুক্তিবাদ বিষয়ক প্রবন্ধ

ধর্ম-সংক্রান্ত সংস্কার এর কথা কেউ তুলছে না কেন?

লিখেছেন মোঃ মাজহারুল ইসলাম at 17:48 PM on 31 January 2025

আওয়ামী সরকার পতনের পর বহু সংস্কার নিয়ে আলোচনা চলছে, কমিটি হয়েছে, রিপোর্ট হয়েছে, হচ্ছে, হবে। বাস্তবায়ন কবে হবে কে জানে!

তবে একটা ব্যাপার খেয়াল করলাম। আওয়ামী পতনের পর উগ্র মৌলবাদ মাথাচারা দিয়ে উঠলেও এ-ব্যাপারে কোনো সংশোধনীর বা সংস্কারের কোনো কথা নেই কারো মুখে। অথচ এই জায়গায় দরকার ছিল সবচেয়ে বড়ো সংস্কার।

প্রথমতঃ সংবিধান থেকে কোনো ধর্মের প্রাধান্য বাদ দেয়া। এটা খুব গুরূত্বপূর্ণ। কারণ এটা না হলে সংখ্যালঘু-সংখ্যাগুরু ব্যাপারটা থেকেই যাবে, আর বৈষম্য ও অসন্তোষ থেকেই যাবে। ভারতের মোদীর মতো হওয়া চলবেনা।

দ্বিতীয়তঃ, সমকামীতাকে ফৌজদারী দন্ড দেয়ার মতো অপরাধ গণ্য করা যাবেনা। ৩৭৭ এর অবলুপ্তি বা সংস্কার প্রয়োজন। এটা না হলে আবারো রাষ্ট্রের বৈষম্যমূলক রূপ থেকেই যাবে।

তৃতীয়তঃ, ধর্মের প্রচার ও প্রসার এমনভাবে করা লাগবে যাতে এটা চাপানো মনে না হয়। ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা আইন করে নিষিদ্ধ করে দিতে হবে। নাহলে ইসরায়েল এর মতো দেশে পরিণত হতে হবে।

অনেক কট্টরপন্থী হয়তো বেজার হবেন। আমাকে নাস্তিক ঠাউরাবেন। কিন্তু মুসলমানের আধুনিক যুগের সাথে না হাঁটলে তারা হারিয়ে যাবে মহাকালের ভীড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *