লিখেছেন শাহরিয়ার এমডি নাফিস খান / Written by Shahriar Md. Nafis Khan at 07:34 PM on 18 March 2025
এই সিদ্ধান্তে আসলে উপনীত হওয়া ছাড়া উপায় নেই বাংলাদেশের প্রেক্ষিতে ইসলামী রাজনীতি বেমানান। ইসলামী রাজনীতি করা দলগুলো সাময়িকভাবে বা বাহ্যতঃ গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আগ্রহ দেখালেও তাদের মূলমন্ত্র কিন্তু ইসলামী শরীয়া বা উম্মাহ-তে বাঁধা। সেটির সাথে জাতীয়তাবাদের বা গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বরঞ্চ হিযবুত তাহরীর ধরণের বৈশ্বিক ইসলামী উম্মাহর সংশ্রব আছে। ইসলাম জাতীয়তাবাদ পরিপন্থী, বরং বৈশ্বিক ক্ষমতায়নে বিশ্বাসী।
এই হিসেবে দেখলে সমস্ত জাতীয়তাবাদী রাজনীতির প্রধাণ লক্ষ্য থাকা উচিৎ যেন জাতীয়তাবাদ ও গণতন্ত্র যাদের রাজনীতির মূল উপজীব্য নয়, তাদের তিরোহিত করা। এক্ষেত্রে ইসলামকে রাষ্ট্রধর্ম হতে বাদ দেয়া, বিসমিল্লাহ সহ আল্লাহর নাম সকল আইন ও সংবিধান থেকে বাদ দেয়া, ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, এবং ধর্ম ভিত্তিক কোনো আইনব্যবস্থা উৎপাটন করা – এইসব পদক্ষেপ নিলেই বাংলাদেশ প্রগতির পথে এগুতে পারবে। আমি এইসব ধারণা ধারণ করি বলে যদি নাস্তিক পরিগণিত হই, তবে তা ঢের শ্রেয়তর।