Atheism in Bangladesh Opinion ইসলাম আর্কাইভ ইসলাম ধর্ম ইসলামের ইতিহাস দর্শন দর্শনের মৌলিক প্রশ্নাবলী ধর্মের ভাইরাস নাস্তিকতার দার্শনিক অবস্থানসমূহ

ইসলামী কপটতার সাথে বসবাস

লিখেছেন মোঃ রাজিম হোসাইন at 09:21 AM on 14 January 2025

পাশ্চাত্যে জুয়া খেলায় এবং পতিতা ব্যবহারে কারা সবচেয়ে বেশি এগিয়ে আছেন জানেন? মুসলমানেরা।

ফিলিস্তিন এর শিশুর জন্যে কান্না কিন্তু জায়নিস্টদের স্বার্থ উদ্ধারে রত কারা জানেন? মুসলমানেরা।

সুদ এর সবচেয়ে বড় ভোগী? মুসলমানেরা।

যা কিছু গুনাহ, কবিরা গুনাহ, সেগুলোতে মিলেমিশে একাকার আমার মুসলমান ভাই-এরা।

মদ্যপান, নারী নির্যাতন, কোনো কিছুতেই পিঁছিয়ে নেই আমার মুসলমান ভাই-এরা।

মুসলমান মেয়েরা নাইটক্লাবে বোরকা খুলে উদ্দাম নৃত্যে ব্যস্ত। সেই নৃত্যে তাল দিতে থাকা মুসলমান পুরুষ বাসায় পর্দানশীন স্ত্রীর শরীয়তী আইনকানুন মানা নিয়ে চিন্তিত।

কিন্তু, আপনি সমকামী হলে, নাস্তিক হলে, হিন্দু হলে, আপনার কোনো মাফ নেই। মুসলমানদের চোখে আপনি জঘন্য। অধম।

জন্মভূমির ইতিহাস অস্বীকার করতে সবসময় তৎপর মুসলমান বাংলাদেশী। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য মুঁছে দিতে চান ওনারা।

ওনারা যতদিন মুসলমান আমি ততদিন মুসলমান নই। ঐ কপটতা বহন করতে গররাজী আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *