LGBTQ+

সমকামিতাঃ পৃথিবী হোক সবার

মোঃ আফজল হুসেন (রুবেল)

২৪শে ডিসেম্বর, ২০২৫

এই পৃথিবী যেমন একজন হিজড়ার, তেমনই একজন সমকামীর। যেমন একজন মুসলমানের, তেমনই একজন হিন্দুর। যেমন একজন নারীর, তেমনই একজন পুরুষের — আবার তেমনি একজন রূপান্তরিত মানুষেরও।

কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী কি সত্যিই সবার?

সমকামী মানুষরা যুগে যুগে ভালোবাসতে চেয়েছে, ভালোবাসা পেতে চেয়েছে — কিন্তু পেয়েছে অপমান, অবজ্ঞা, বিচ্ছিন্নতা। সমাজ যাদের ‘ভিন্ন’ বলে দূরে ঠেলে দেয়, তাদের জীবন হয়ে পড়ে একেকটা যুদ্ধক্ষেত্র। অথচ, প্রেম তো কোনো অপরাধ নয়। নিজের পরিচয়কে গ্রহণ করাও নয়।

সমকামিতা কোনো রোগ নয়। এটি কোনো পাপ নয়। এটি একটি স্বাভাবিক যৌন প্রবৃত্তি, যা পৃথিবীর বহু সংস্কৃতিতে, বহু প্রাণীর মধ্যেই দেখা যায়। এটিকে অস্বীকার করার মানে হলো—মানবজাতির বৈচিত্র্যকে অস্বীকার করা।

আমরা সবাই যখন বলে থাকি, “ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম” — তাহলে সেই ভালোবাসার রঙে কেন ভেদাভেদ থাকবে?

পৃথিবীটা যদি সত্যিই সবার হয়, তবে তা সমকামী মানুষেরও হওয়া উচিত—সম্মানের সাথে, মর্যাদার সাথে, ভালোবাসার সাথে।


আসুন, আমরা এমন একটি পৃথিবী গড়ি—যেখানে কাউকে তার ভালোবাসার জন্য লুকিয়ে থাকতে হয় না।
যেখানে পরিচয় নয়, মানুষটাই মুখ্য।
পৃথিবী হোক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *