সমীর হালদার
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিন পর ২৫ আগস্ট, ২০২৪ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (ABT)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানী জামিনে মুক্তি পান।
পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত রাহমানী ছিলেন ইয়েমেনি-আমেরিকান আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকির অনুসারী। তিনি ঢাকার বসুন্ধরায় ‘জামেয়া মাদানিয়া’ মাদ্রাসা পরিচালনা করতেন, যেখানে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করা হতো। ১২ আগস্ট, ২০১৩ বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান, মোহাম্মদপুর, বরগুনা ও উত্তরা থানায় অন্তত ছয়টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ব্লগারদের প্রতি তার ঘৃণা ছিল সুস্পষ্ট এবং সহিংসতায় উৎসাহব্যঞ্জক।
৩১ ডিসেম্বর, ২০১৫ ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তিনি পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। আনসারুল্লাহ বাংলা টিম এ হত্যার দায় স্বীকার করে, যা ছিল বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের সুশৃঙ্খল হামলার সূচনা। পরবর্তী সময়ে ABT আরও চারজন ব্লগার, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং ২০১৬ সালে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও খন্দকার তনয়কে হত্যা করে। বাংলাদেশ সরকার মে, ২০১৫ এ আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে।
জামিনে মুক্তির পর মুফতি রাহমানী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ঘোষনা দেন- ‘ভারত যদি বাংলাদেশের দিকে এক পাও বাড়ায়, আমরা চীনকে চিকেনস নেক বন্ধ করতে বলবো’। তিনি ভারতকে টুকরো করার ডাক দিয়ে ভিডিওতে জানান- ‘কাশ্মীর ও খালিস্তানকে পাকিস্তান ও আফগানিস্তান মিলে স্বাধীন করবে’। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণার আহ্বান জানান। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের ‘তাওহিদি জনতা’ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং এভাবে একদিন ‘দিল্লিতে তাওহিদের পতাকা’ ওড়ানো হবে।
মুফতি রাহমানীর মুক্তিকে অনেকেই ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের জঙ্গি গোষ্ঠীর প্রতি নরম অবস্থান হিসেবে দেখছেন। কারণ এসময় জামাত-সম্পর্কিত বা ইসলামপন্থী বহু উগ্র নেতা কারামুক্ত হন, এবং চরমপন্থী বক্তব্যের উপর তেমন কোনো রাষ্ট্রীয় প্রতিক্রিয়া দেখা যায় নি।
৯ মে, ২০২৫ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে শাহবাগে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন মুফতি জসিমউদ্দিন রাহমানি, জঙ্গি আসিফ আদনানসহ জামিনে মুক্ত আরো কয়েকজন জঙ্গী। শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ’-এর দাবিতে জঙ্গিদের সরব উপস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের নীরব প্রশ্রয় বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুতর শঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকদের সন্দেহ ক্ষমতা পাকাপোক্ত করতে ড. ইউনুস ‘জঙ্গিদের রাজনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে মুফতি রাহমানীর বক্তব্যকে “সরাসরি ভারতবিরোধী উস্কানি” এবং “বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি নিরাপত্তা হুমকি” হিসেবে চিহ্নিত করা হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (U.S. Department of State) ২০২৫ সালের ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম’-এর খসড়া সংস্করণে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের জঙ্গি নেতৃত্বের জামিন ও তাঁদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ঘটনাগুলোকে “নতুন করে উগ্রবাদের পুনঃউত্থানের লক্ষণ” হিসেবে চিহ্নিত করেছে।
আল-জাজিরা, BBC, ও Deutsche Welle (DW)-র বিশ্লেষণধর্মী প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে- অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ কি ধীরে ধীরে ধর্মীয় মৌলবাদীদের প্রভাবাধীন রাজনৈতিক চক্রে ঢুকে পড়ছে?
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে ড. ইউনূস জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে এক ধরণের মৌন সমঝোতায় গেছেন—যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সূত্রসমূহ:
1. Al Jazeera. (2025, March 2). Is Bangladesh tilting toward Islamist politics under Yunus? Retrieved from https://www.aljazeera.com
2. BBC News. (2025, April 10). Bangladesh interim govt faces criticism over extremist links. Retrieved from https://www.bbc.com/news/world-asia
3. Deutsche Welle (DW). (2025, April 15). Rise of Islamist influence in Bangladesh’s transition period. Retrieved from https://www.dw.com
4. Indian Express. (2025, March 5). India concerned over anti-national rhetoric from released Bangladeshi cleric. Retrieved from https://indianexpress.com
5. The Hindu. (2025, March 7). Bangladesh cleric calls for Indian disintegration: A new challenge. Retrieved from https://www.thehindu.com
6. U.S. Department of State. (2025). Country Reports on Terrorism 2025 (Draft). Washington, DC: Bureau of Counterterrorism. Retrieved from https://www.state.gov/reports
7. Amnesty International. (2025, February 28). Bangladesh: Rising tolerance of hate speech and extremism under interim regime. Retrieved from https://www.amnesty.org
8. Human Rights Watch. (2025, March 3). Bangladesh: Extremist leaders freed without accountability. Retrieved from https://www.hrw.org