Atheism in Bangladesh National National News Opinion Politics

বাংলাদেশ কী ইরান হতে চলেছে?

লিখেছেন মোঃ ফাহাদ হোসাইন / Written by Md Fahad Hossain at 13:19 PM on 19 August 2024

আমার এধরণের লিখালিখির হাতেখড়ি বলতে গেলে। আমি আমার স্বল্প বুদ্ধিতে যা বুঝেছি তা হলো বাংলাদেশ যদিও মুসলিম-সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, এটি আসলে উগ্র ইসলামিক দেশ নয়, যেটা হিযবুত তাহরীর, হরকাতুল জিহাদ, হেফাজত, জামাত/শিবির মনে করে বা আশা করে। এই প্রেক্ষিতে আমার মনে হয়েছে বাংলাদেশের ইরান এর মতো হওয়াটা খুবই বাজে একটা ব্যাপার হবে। যেখানে নারীদের কোনো অধিকার নেই, সমকামী/অবিশ্বাসীরা মৃত্যুর মুখে দাঁড়ায় শুধু, তেমন একটা দেশের মতো হয়ে কী লাভ বাংলাদেশের?

এইসব উগ্র গোষ্ঠীগুলোকে পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেয়া দরকার যেন এরা এভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে না পারে। বাংলাদেশকে অবমাননা না করতে পারে। আমি বিদেশ এসে বুঝতে পেরেছি আমরা কতো পশ্চাদপদ। খুবই বেমানান ও দুঃখজনক এই পশ্চাদপদতা। বাংলাদেশে দরকার হলে আইন করে ধর্মচর্চাকে ব্যক্তির একান্ত ব্যাপারে পরিণত করে ফেলা দরকার যাতে ইসলাম এর প্রচারের নামে ইরান না হয়ে বসে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *