Atheism in Bangladesh National Opinion Politics ইসলাম ধর্ম ইসলামের ইতিহাস খ্রিস্টধর্ম দর্শন দর্শনের মৌলিক প্রশ্নাবলী নাস্তিকতার দার্শনিক অবস্থানসমূহ নীতিমালা যুক্তিবাদ বিষয়ক প্রবন্ধ হিন্দু ধর্ম

ধর্মের অবসান চাই রাষ্ট্রের মঙ্গলার্থে

লিখেছেন মোঃ জাকির হোসেন at 01:35 PM on 28 November 2024

আমি সীমিত পরিসরে আমার বক্তব্য তুলে ধরবো। এর আগেও অন্যত্র বলেছি। আজ আবারো বলতে বাধ্য হচ্ছি। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা দেখে, বিশেষতঃ আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর, কিছু সভ্যতা-ভিত্তিক, আধুনিক সমাজমূলক উন্নতির যে আশা ছিল, তা কর্পূরের মতো উড়ে গেছে।

বাংলাদেশে কোনো ধর্ম-অবিশ্বাসী (বিশেষ করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা কেউ) বা সমকামী কী গত কয়েক মাসের উগ্রবাদীদের তান্ডবলীলার পর এই দেশকে নিয়ে কোনো স্বপ্ন দেখার সাহস পাবে? কোনো উন্নতির আশা রাষ্ট্রীয় আইনী কাঠামোতে? সামাজিক মূল্যবোধে? একদমই না। এই সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে অগাস্ট ২০২৪-পরবর্তী সরকার ও ইসলামী জঙ্গীগোষ্ঠীগুলো পারলে যেন ভ্যানিশ করে দেয়। কোথায় আমরা ৩৭৭ ধারার অবলুপ্তি আশা করছিলাম ইউনুস সাহেবের আধুনিক ব্যক্তি-জীবনের আলোকে, আর এখন আমরা কোথায়?

আমার প্রস্তাবনা হলো – ধর্ম ব্যাপারটা আইন করে তুলে দেয়া যায় কিনা সেদিকে আমাদের মনোনিবেশ করা দরকার। তাহলে বাংলাদেশের মতো দেশ বাঁচবে। বেঁচে যাবে মধ্যপ্রাচ্য, ভারত। শুরুটা করতে ইসলামকে দিয়ে। কেউ গোপনে ধর্মচর্চা করতে চাইলে করতে পারে। কিন্তু প্রকাশ্যে ধর্ম নিয়ে কিছু বলা যাবেনা। এটা অবাঞ্ছিত ব্যাপার হবে। তবেই যদি মানুষের সত্যিকারের উন্নতির সু্যোগ ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *