Atheism in Bangladesh International National National News Opinion Politics Politics News ইসলাম আর্কাইভ ইসলাম ধর্ম ইসলামের ইতিহাস দর্শন যুক্তিবাদ বিষয়ক প্রবন্ধ

ইসলামী জঙ্গীবাদ কী বাংলাদেশের জন্যে ক্যান্সার?

লিখেছেন মোঃ আবির হোসাইন at 08:48 AM on 28 September 2024

 

এই সাইটের অনেকেই হয়তো অবাক হবেন – কিন্তু আমি ঘোরতর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত একজন মানুষ। আওয়ামী রাজনীতির সাথে তৃণমূল পর্যায় থেকে জড়িত ছিলাম, এখনো যদ্দূর সম্ভব আছি, এবং ভবিষ্যতেও থাকবো বলে আশা রাখি।

আমি জানি বাংলাদেশ তথা আরো অনেক জায়গায় মানুষ উল্লসিত হয়েছেন আওয়ামী সরকারের পতনে। ভেবেছেন নতুন দিগন্ত আসবে বাংলাদেশে। কিন্তু, আমি আশা করছি ০৫ অগাস্ট ২০২৪ পরবর্তী ঘটনাপ্রবাহ এটি নিশ্চিত করে দেখিয়ে দিয়েছে – আওয়ামী শাসনামলে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, দুর্নীতি হয়তো যদ্দূর সীমিত বা দূরীভূত করা দরকার ছিল, তা-তে সরকার ব্যার্থ হয়েছিল, কিন্তু ইসলামী উগ্রবাদ তথা জঙ্গীবাদ দমনে আওয়ামী লীগ যে মারাত্মকভাবে সফল ছিলো, তার প্রমাণ গত ছয় মাস তুলে ধরেছে। এইসব ইসলামী দলগুলো যে আসলে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তা-র প্রমাণ কিন্তু এখন এন্তার। ছাত্র ছদ্মবেশী ইসলামী জঙ্গীরা ইরান চায়, আফগানিস্তান চায়, ইসলামী শাসনব্যবস্থা চায় মধ্যযুগীয় প্রেরণায়। বাংলাদেশের গৌরবময় ইতিহাস – শিল্পকলা, ভাষ্কর্য, চিত্রশিল্প গুঁড়িয়ে দিয়েছে এরা ইসলামের নামে।

অথচ এই ক্যান্সারের নিরাময় একমাত্র আওয়ামী সরকার-ই দিতে পেরেছিল। দমিয়ে রেখেছিল ইসলামের ভয়াল রূপ। এখন বাংলাদেশের মানুষ বুঝুক কেমন লাগে উগ্র মৌলবাদ? আমার বিন্দুমাত্র সমবেদনা নেই সেসকল উল্লসিত বাংলাদেশীদের জন্যে। কিন্তু কষ্ট হয় মুক্তিযুদ্ধের গৌরবের জন্যে, ভুলন্ঠিত সেকুল্যার রাষ্ট্রের জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *