লিখেছেন মনিরা পারভীন / Written by Monira Parveen at 19:31 pm on 29 August 2024
মুসলিম পরিবারের জন্মদায় হিসেবে একটা মুসলিম পরিচয় বহন করেছি এযাবতকাল। মোটামুটি প্রশ্নহীনভাবে। দীর্ঘদিনের প্রবাস-বাসের কারণেই কিনা জানিনা, এই দায় থেকে এখন মুক্তি পেতে চাইছি। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সে ইচ্ছেকে সুদৃঢ় করেছে নিশ্চিত।
আমি ভেবে পাই না কোন ধরণের মানুষ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি – এগুলোকে ধ্বংস করবার জন্যে উন্মাদনায় মেতে উঠতে পারে ধর্মের নামে? এরাই কী হুমায়ূন আজাদের খুনী? অভিজিৎ রায় কে বিনাশ করেছিল এরাই?
আওয়ামী সরকারের পতনের পর যে উল্লাস নিজের একান্তে অনুভব করেছি, সে উচ্ছ্বাস মরে গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাষ্কর্যগুলোকে ভেঙ্গে ফেলা হয়, নারীদের হেনস্থা করা হয় ইরানী-আফগানিস্তানি কায়দায়, হিন্দু-খ্রীস্টান-নাস্তিক-সমকামী-মুক্তমনা দের উপর নির্বিচার নিরন্তর হামলা – এগুলো দেখে।
এদেশ কী জঙ্গীবাদীদের খেলনার পাত্র? সমকামী/অবিশ্বাসীদের যেখানে অধিকার নেই, সেই রাষ্ট্র কিভাবে রাষ্ট্র হয়ে ওঠে জানা নেই। ভেবেছিলাম এই সরকার আধুনিক, কিন্তু এর কান্ডারীরা সকলে মৌলবাদীতায় উগ্র। ৩৭৭ ধারা নিয়ে কারো কোনো উৎকণ্ঠা নেই। আছে ইসলামী শব্দপ্রচারণা।
পতিত এক দেশ। দুর্নিবার তার অবক্ষয়।