লিখেছেন শিপলু কুমার বর্মণ at 09:32 AM on 15 November 2024
একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মুসলিম সাম্প্রদায়িকতার অভিজ্ঞতা আমার আজীবন। প্রতিটা নির্বাচন এর আগে এবং পরে, যে দল-ই ক্ষমতায় থাকুক না কেন, আমরা আতঙ্কিত থাকতাম। ঘর বাড়ি হারানোর আতঙ্ক। জীবন বিপন্নের আতঙ্ক। আমি বহু বছর প্রবাসে। কিন্তু সংখ্যালঘু যারা রয়ে গেছেন অভাগার দেশ বাংলাদেশে, তাদের তো মুক্তি নেই। আওয়ামী সরকার পতনের পর ইউনুস এর নেতৃত্বে ছাত্রদের আন্দোলনের ফলস্বরূপ যে সরকার এসেছিলো, আশা ছিলো অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হবে সে সরকারের মূলমন্ত্র। কিন্তু ছাত্রনেতাদের বিজয়-পরবর্তী কথাবার্তায় ইসলামের যে ঘনঘটা এবং এই আন্দোলনের পরপরই যুগপৎভাবে নিষিদ্ধ জঙ্গী সংগঠনগুলোর সশস্ত্র এবং মারমুখী পুনর্জাগরন, তাতে ঐ আশা বিলীন হয়ে আবারো সেই পুরনো আশঙ্কা সওয়ার হয়েছে সংখ্যালঘুদের ওপর।
ভারতে, ইসরায়েল এবং অন্যান্য রাষ্ট্রে মুসলমানদের প্রতি যে বিরূপ আচরণ করা হয়ে আসছে, সেটা সাম্প্রদায়িকতার চরম রূপ। কিন্তু ভুলে যাওয়া যাবেনা মুসলমানেরা নিজেরাই চরম সাম্প্রদায়িকতা চর্চা করে আসছে দীর্ঘদিন ধরে। যখন নিজেদের সবচেয়ে উত্তম ভাবেন একটা সুনির্দিষ্ট ধর্মের মানুষেরা, তখন আসলে জায়নিস্টদের মতো আচরণ তারা নিজেরাই করেন। বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য মুসলিম দেশে যেভাবে হিন্দুদের সাথে আচরণ করা হয়, সেটা যদি ইসলামে জায়েজ হয়ে থাকে, তাহলে ইসলাম ধর্ম হিসেবে আসলে সুবিধার নয় এবং আমি বলবো এই ধর্ম বিলুপ্তির সময় হয়ে এসেছে। একই কথা হিন্দুধর্মের ক্ষেত্রে, ইহুদী ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য।
সমস্ত ধর্মের অবসান দরকার। বিশেষ করে ইসলাম এর। বাংলাদেশে।