লিখেছেন আবুবকর সিদ্দীক at 14:57 PM on 07 October 2024
অগাস্ট ২০২৪ এর পর থেকে বাংলাদেশী মুসলিম পরিচয় ধারণ করার কারণে বেশ খানিকটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে – যেগুলো এর আগে কখনো হতে হয়নি বিদেশ বিভূঁইয়ে।
আমিও কী হিযবুত তাহরীর সমর্থন করি? আমিও সমস্ত ভাষ্কর্য, মুর্যাল, মূর্তি এগুলোর বিপক্ষে? শিল্পকলা ঘৃণা করি? অন্য ধর্মাবলম্বিদের ঘৃণা করি? সমকামীতাকে অপরাধ ঠাউরাই? নারীদের জোর করে বোরকা পড়ানোর পক্ষে আমি?
অসহায় লাগে। কী এক দেশে জন্ম, কী এক ধর্ম আমার নামের সাথে সম্পৃক্ত যেকারণে এই বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশ এক পতনশীল দেশ। ইসলাম এর উগ্র রূপ এই দেশকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার আছে কি? সমস্ত ধর্ম-উপাসনালয় গুড়িয়ে দেয়া? বাড়াবাড়ি হয়ে যায়?
কিন্তু এই বৈষম্যবিরোধী জঙ্গীরা যখন বাংলাদেশের ইতিহাসকে ধর্ষণ করে, তখন বাড়াবাড়ি হয় না?
মুসলমানিত্ব এক অতীব বিড়ম্বনা আজ।