যুক্তিবাদ বিষয়ক প্রবন্ধ

আমরা ফ্রান্স কে কেন বয়কট করব? ইন্ডিয়াকে কেন নয়!

হায়রে বাঙালি তুমি ফ্রান্স কে বয়কট কর বা না কইন্ডিয়াকেআসা শিখে গেছি। তখন কিন্তু আমরা কেঊ কিছু বলি নাই, বা কোন কিছু ঘটেও নাই।
সেই অর্থে তো আমরা ফ্রান্স এর কসমেটিকস আর ডিও ব্যবহার করছি না, তো বর্জনের ডাক আসছে কোথা থেকে?
আর যারা সমাজের প্রেসটিজ রাখার জন্ন্য Fiat, Jaguar, Ferrari, Land Rover ব্যবহার করছেন তাদের কি হবে, একবার ভেবে বলুন, তারা তো আর আপনার কথায় এত দামি গাড়ী গুলি ভাগাড়ে দিয়ে আসবে না। আর ঘড়ীর কথা বলব না। ওদের মত একটা ব্রান্ড বানাতে আমাদের একশ বছর লাগবে!
 
এবার আসি এই যে ইন্ডিয়াতে, এত মুসলিম কে সবার সামনে কি ভাবে হত্যা করছে, মুসলিম মেয়েদের রেপ করছে, মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করছে। আমরা কি আজ অব্দি ইন্ডিয়া কে বয়কট করতে পেরেছি, বা কোন ফাইসবুক এ এরকম কিছু লিখেছি আসুন সবাই ইন্ডিয়া কে বর্জেন করি। বাহ, আমরা কিন্তু আজো কিছু করি নাই। কারন ইন্ডিয়া আমাদের দাদার দেশ, পরম বন্ধু, কিছু বললে আবার যদি অভিমান করে? আর কিসের ফ্রান্স, সে তো অনেক দূরে, ওরে দুটা কথা বললে সে শুনতেও পারবে নাহ, ভয় কিসের।
তাই সাহস থাকলে আসুন, একবার বলুন আমরা ইন্ডিয়াকে বয়কট করে ইন্ডিয়ান পণ্য বর্জেন করি।
তাই চুপ থাকায় ভাল! ইন্ডিয়ার বিপক্ষে কথা বলা বারন, হয়তবা আমার অবস্থাও আবরার এর মত হয়ে যাবে বেশি কথা বললে! 
Nargis
October 2020 London

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *