লিখেছেন নুরুল আমিন / Written By Nurul Amin
সময়ঃ ০৩:৩৬ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ / Time: 03:36 PM, 12 August 2025
বিমর্ষ এবং বেদনা-ভারাক্রান্ত মনে এই লিখা লিখছি। সাধারণতঃ লিখালিখি করিনা, কিন্তু পড়ি এবং সমর্থন করি সেক্যুলার চিন্তাধারা, প্রগতিশীল ভাবনা, এবং বৈষম্যহীনতা। সুদীর্ঘকাল ধরে তা-ই করে আসছি। লিখছি কারণ মনে হচ্ছে আমার অস্তিত্ব একজন সেক্যুল্যার ব্যক্তি হিসেবে অন্ততঃ বাংলাদেশে বিপন্ন।
আওয়ামী ফ্যাসিবাদ ধর্মীয় উগ্রতা এবং চরমপন্থাকে প্রমোট করেছে বলে আমার বিশ্বাস। গুরুত্বপূর্ণ অনেক সেক্যুল্যার ব্যক্তির ইসলামী উগ্রবাদীদের হাতে হতাহত হওয়ার ঘটনা আওয়ামী ১৫ বছরে এই ব্যাপারে ব্যার্থতা তুলে ধরে নিঃসন্দেহে।
কিন্তু আমি যা একদমই প্রত্যাশা করিনি তা হলো ইসলামী উগ্রবাদের ভয়াল উত্থান অগাস্ট ২০২৪ হতে। সাম্প্রতিক সময়ে অগাস্ট ২০২৪ হতে যা হয়ে আসছে ইসলাম ধর্মকে তুলে ধরার নাম দিয়ে, যেভাবে উগ্রবাদী সংগঠনগুলোর উত্থান হয়েছে সুদীর্ঘ হাইবারনেশানের পর জীবনের প্রতিটি জায়গায়, ইসলাম ধর্ম খুব শীঘ্রই বাংলাদেশের ধর্মনিরপেক্ষ স্বত্ত্বার হত্যাকারী হিসেবে বিবেচিত হলে আমি অবাক হবোনা।
ইসলাম আমার দেশকে হত্যা করছে। ইসলামী উগ্রবাদ আমার প্রিয় মাতৃভূমির হত্যাকারী।