Atheism in Bangladesh International National National News Opinion Politics Politics News দর্শন নীতিমালা বিজ্ঞান যুক্তিবাদ বিষয়ক প্রবন্ধ

বিনির্মিত হোক সভ্যতা

লিখেছেন মোঃ আব্দুল রাজ্জাক by Md Abdul Razzak at 10:19 AM on 01 November 2024

 

যে সীমাহীন দূর্ভোগ মানুষের পোহাতে হচ্ছে বিভিন্ন যুদ্ধে, বিগ্রহে, সংকটে, সহিংসতায় – ভালো মতো দেখলে দেখা যাবে এদের বেশিরভাগ এরই সূত্রপাত মানুষের লোভ, লালসা, ক্ষমতালিপ্সা ও ধর্মে।

ধর্ম যে এখনো ভূমিকা রেখে চলেছে মানুষের সভ্যতায়, সেটা আমাদের জন্যে লজ্জাজনক। যে কাহিনীগুলোর ওপর বর্তমানের মূল ধর্মগুলো প্রতিষ্ঠিত, একই কাহিনী অন্য মোড়কে কাউকে এখন বললে রূপকথা বা গাঁজাখুড়ি বলে উঁড়িয়ে দেবে যেকেউ। কিন্তু কী প্রচন্ড সম্মোহনী ক্ষমতা ধর্মের যে এর কারণে মানুষের যাবতীয় বুদ্ধিবৃত্তিক অর্জন ম্লান মনে হয় এবং মানুষ প্রকৃষ্ট মধ্যযুগীয় অপদার্থের মতো আচরণ করতে দ্বিধাবোধ করেনা। ইসরায়েল, পাকিস্তান, ভারত, সৌদি, বেশিরভাগ মধ্যপ্রাচ্য, অনেকখানি ইউরোপ, – এদের পরতে পরতে এখনো ধর্মীয় সংস্কার এবং কাঠামো। আমার দৃষ্টিতে যা মানুষের জন্যে ক্ষমার অযোগ্য অপরাধ তার নিজের প্রজ্ঞা ও মেধার প্রেক্ষিতে।

বাংলাদেশের সামগ্রিত ইসলমী রাষ্ট্রের দাবিতে যে দলগুলো বেরিয়ে এসেছে, এদের শায়েস্তা করার একমাত্র উপাই ধর্মহীন এক সমাজব্যবস্থা বিনির্মাণ করা। কে নেবে সেই উদ্যোগ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *