লিখেছেন মুকিত চৌধুরী at 10:38 AM on 11 November 2024
দীর্ঘদিন ধরে বাংলাদেশী জাতীয়তাবাদী আন্দোলনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত থাকার কারণে এবং সাম্প্রতিক উগ্র মৌলবাদীতার উত্থানের ফলস্বরূপ একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যেকোনো জাতীয়তাবাদী ব্যক্তির কাছে। জাতীয়তাবাদী দর্শন ও ইসলাম ধর্ম কী পারস্পরিকভাবে সম্পূরক হতে পারে? ইসলাম ধর্ম জাতীয়তাবাদকে সমর্থন করেনা বলেই জানি। ইসলাম ধর্মানুসারীরা ইসলামিক উম্মাহ প্রতিষ্ঠার চেষ্টা করবেন – সেটাই স্বাভাবিক। খি্লাফত সেই প্রচেষ্টারই অংশ এবং ধারাবাহিকতা। ইসলাম বর্ণ, ভাষা, জাতীয়তাভেদে রাষ্ট্র গঠন অনুমোদন করেনা বলেই জানি।
সম্প্রতি ইসলামী মৌলবাদীতার যে সহিংস জাগরণ ঘটেছে, তাতে দেখা যায় সেই সব দল বা সংগঠন বেড়িয়ে এসেছে, তাদের উদ্দেশ্য কিন্তু গণতন্ত্র নয়, তাদের উদ্দেশ্য ইসলামী উম্মাহ তৈরি করা। যেকোনো জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সাথে এধরণের অগণতান্ত্রিকতা কিভাবে যায় তা সহসা বোধগম্য নয়।
সংক্ষিপ্ত বিবেচনায় ইসলাম ধর্মের সাথে গণতন্ত্র যায়না। জাতীয়তাবাদের সাথে ইসলাম যায়না। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক সংগঠনের সাথে ইসলাম সামঞ্জস্যপূর্ণ নয়। এমনতরো অবস্থায়, কোনটাকে প্রাধান্য দেয়া হবে? ধর্ম নাকি রাজনৈতিক আদর্শ/কাঠামো?
আমার জন্যে উত্তরটা সহজ। আপনার জন্যে?